বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভে শ্রমিকরা

সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিসিকে অবস্থিত অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

রোববার (২১ এপ্রিল) সকাল থেকে মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে বৈদ্যুতিক খুটি, বাঁশ ও কাঠ ফেলে বিক্ষোভ করেন তারা।

এ সময় শ্রমিকদের অবরোধে অন্তত দুই কিলোমিটার যানজট দেখা দেয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি৷

কারখানার শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ ঈদের আগে বোনাস পেলেও মার্চ মাসের বেতনটি তাদের বকেয়া ছিল৷ কারখানার মালিক ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মার্চ মাসের বেতন পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা পাননি শ্রমিকরা৷ এতে ঈদের মধ্যে অর্থ সংকটে দিন কাটিয়েছেন তারা৷

সুমাইয়া নামে আরেক শ্রমিক বলেন, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। ঈদের আগে বেতন না পাওয়ায় গ্রামে যেতে পারিনি। আমরা যারা ক্রোনীর শ্রমিক তাদের কোনো ঈদ বা উৎসব নাই৷ প্রতি মাসে বেতনের জন্য রাস্তায় নামতে হয়৷ বাসের টিকিটও কাটতে পারিনি অফিসেও যাইতে পারিনি।

ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি বলেন, ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আগামী বুধবারের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন বলেন, শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন৷ তবে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা করছেন না৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে৷ আমরা শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করছি৷ সেইসঙ্গে সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি৷

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD