রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুলার বিসিকে এমএস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং এবং ফেয়ার অ্যাপারেলস কারখানার মধ্যবর্তী আরএমএস (গ্যাস চেম্বার রুমে) বিস্ফোরণে গ্যাসের কাজে নিয়োজিত ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- কারখানার শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেয়ার অ্যাপারেলস কারখানার গ্যাসের চেম্বার রুমের সংস্কার কাজ চলছিল গ্যাস ঠিকাদারের মাধ্যমে; কিন্তু কাজ করার সময় গ্যাসের লাইন বন্ধ না করে গ্র্যান্ডিং মেশিন দিয়ে লোহার পাইপ কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গ্যাস চেম্বার রুম। এ সময় শ্রমিকরা চিৎকার চেঁচামেচি শুরু করলে চেম্বার আরএস রুমের সামনে পাইপের ঝালাই দেওয়ার কাজ করা শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে এনে দ্রুত তাদের ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।
ফতুল্লা বিসিক শিল্পনগরী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল হালিম জানান, ডাইংয়ের গ্যাসের আরএমএস রুমে থাকা গ্যাসে স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে পাঁচজন এমএস ডাইংয়ের এবং একজন ফেয়ার অ্যাপারেলস নামের পাশের আরেকটি কারখানার শ্রমিক। ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জা
নান তারা।