রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মো, মঞ্জুরুল হাফিজ বদলী হয়েছে। নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল হক।
সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাহমুদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রকল্প পরিচালক (উপ সচিব) পদে ছিলেন।
এর আগে ২০২২ সালের ১৭ জানুয়ারী নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো মঞ্জুরুল হাফিজ। ২০২১ সালের ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল।