বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা নাগরিক পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নাগরিক পরিষদের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাতে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. কাজী মনির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু য়িয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রেজাউল ইসলাম আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা নাগরিক পরিষদের উপদেষ্টা এস, কে শাহীন।
আরো উপস্থিত ছিলেন, হানিফ পাটোয়ারী, ওহিদুজ্জামান, মহিদুল, রাসেল, সোহাগ।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।