বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

ট্রাক মালিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই-রুস্তম আলী খান

সংবাদ নারায়ণগঞ্জঃ- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. রুস্তম আলী খান বলেন, আমরা যারা চট্টগ্রাম থেকে ট্রাকে করে স্ক্র্যাপ পরিবহন করে থাকি, তারা কিছু অসাধু নামধারী ট্রান্সপোর্ট এজেন্ট, মিল মালিক এবং ফরিয়া দালাল দ্বারা কমিশনের নামে গাড়ি প্রতি সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি এবং বিভিন্ন হয়রানির সম্মুখীন হচ্ছি।

(২০ শে মার্চ) শনিবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ লেবার হলে নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদের আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পন্য পরিবহন বিভাগের উদ্যোগে স্ক্র্যাপ পরিবহন মালিক সমিতির ১০ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এদের থেকে পরিত্রাণ পেতে আমাদের ট্রাক মালিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদ এর উদ্যোগগুলোর সাথে একমত হয়ে আমরা সমস্যাগুলি সমাধানের পথে এগিয়ে যাবো।
জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদের আহবায়ক হাজী আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব আব্দুল মান্নান, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মতি উল্লাহ মিন্টু, আলীগঞ্জ শাখার সভাপতি হাজী মো. আব্দুল রশিদ ও জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

 

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD