বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় শপথ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে উপদেষ্টা হিসেবে থাকছেন আরো ১৬ জন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের তালিকা পাওয়া গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, ড. আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা গেছে, প্রায় ১২০০ অতিথি এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। যারা অংশগ্রহণ করবেন তাদের আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের জন্য ২২টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন অতিথিবৃন্দ। তালিকায় তাদের নাম দেখে প্রবেশের অনুমতি দিচ্ছেন সেনা সদস্যরা।

জানা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে। পরর্বতীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের কাজে ব্যবহার করা হবে।

এর আগে, দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের এসে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন। তার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করছে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)।

প্রসঙ্গত, ২০০৮ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ যমুনায় ছি‌লেন।

এর আগে, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD