বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে হাত বাড়ালেই মিলছে গাজাঁ, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিলসহ সকল প্রকার মাদক। আলীগঞ্জের প্রধান সড়ক থেকে শুরু করে আলীগঞ্জের প্রতিটি অলি-গলি ছেয়ে গেছে মাদকে। এতে করে মাদকের নিরাপদ ও সুরক্ষিত গোডাউন হিসেবে পরিচিতি পেয়েচে আলীগঞ্জ।

স্থানীয়দের তথ্য মতে, স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ার পাশাপাশি একাধিক পুলিশ সোর্সেদের নিয়ন্ত্রণে জুয়েল ওরফে ক্যাপ জুয়েল ও তার স্ত্রী বাসায় বসে প্রকাশ্যে বিক্রি করছে হেরোইন।

তথ্য মতে, বেশ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিল জুয়েল ওরফে ক্যাপ জুয়েল। জামিনে বেরিয়ে এসে আবারও মাদক বিক্রি শুরু করে ক্যাপ জুয়েল। বর্তমানে মাদক বিক্রির কৌশল পাল্টেছে এই মাদক ব্যাবসায়ী ক্যাপ জুয়েল। এখন ঘরে বসেই নিজের স্ত্রীকে দিয়ে বিক্রি করাচ্ছে হেরোইন। ইতোমধ্যে সফল মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছে সে। সেই সাথে মাদক বিক্রির স্থানও পরিবর্তন করেছে। আইন-শৃংখলা বাহিনী নীরবতার কারণে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ক্যাপ জুয়েল নিজের বাড়ির ভিতরে বসিয়েছে হেরোইনের আসর। স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে এলাকায় নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত জুয়েল মোবাইল ফোনের মাধ্যমে মসজিদ গলি থেকে রেল লাইন পর্যন্ত বিভিন্ন অলিগলিতে অবস্থান করে বিক্রি করছে এই মরণ নেশা হেরোইন।

সূত্র মতে, ক্যাপ জুয়েলের মাদক ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তার স্ত্রী ও শশুর।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপি রাজনৈতিক নেতা এবং প্রশাসনের অসাধু কর্মকর্তারা এই সকল মাদক ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে তাদেরকে নির্বিঘ্নে মাদক ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। মাদকের সুরক্ষিত গোডাউন বলে পরিচিত আলীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD