বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ. ফতুল্লা থানাধীন দাপা কাজীপাড়া এলাকার বহু আলোচিত নারী মাদক ব্যবসায়ী সনি ওরফে সোনিয়ার মাদক বানিজ্য চলছে রমরমা।
একাধিক সূত্রে জানা যায়,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই নাকি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সনি ওরফে সোনিয়া। নির্দিষ্ট সেলসম্যান দিয়ে সকাল থেকে মধ্যে রাত অবদি চলে সোনিয়ার এই মাদক বানিজ্য।
জানা যায়, বেশ কয়েকবার প্রশাসনের হাতে সানি মাদকসহ আটক হলেও জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।সে দাপা কাজীপাড়া এলাকায় রিপন কাজীর মেয়ে সনি ওরফে সোনিয়া।
সুযোগ সন্ধানী নারী মাদক ব্যবসায়ী সনি নারী হওয়ায় অনেকটা নির্ভয়েই দেদারসে চালিয়ে যাচ্ছে মাদকের এই রমরমা বানিজ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানায়, সানি ওরফে সোনিয়ার এই ধরনের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রশাসনের এমন নীরব ভূমিকায় হতাশ হয়ে পরেছেন এলাকাবাসী। তারা খুব দ্রুত সনির গ্রেপ্তারের দাবি জানায় এবং এলাকায় এই ধরনের মাদক বাণিজ্য বন্ধের দাবি জানায় প্রশাসনের কাছে।