বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া

সংবাদ নারায়ণগঞ্জ::- নারায়ণগঞ্জ জেলায় মাদকের অন্যতম হটস্পট হচ্ছে রুপগঞ্জের চনপাড়া। এখন সেটাকেও টপকিয়ে উচ্চস্থানে অবস্থান করছে ফতুল্লা থানাধীন ফতুল্লা রেলষ্টেশন,দাপা,আলীগঞ্জসহ আশপাশের প্রতিটি এলাকা।

মাদকের জগতে পুরুষের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। পুরুষের সাথে পাল্লা দিয়েই তারা মরননেশা মাদক বিক্রিতে অনেকটা পটু হয়ে পড়েছেন। ফতুল্লার দাপা কাজীপাড়া এলাকার বহু আলোচিত মাদক ব্যবসায়ী রিপন কাজীর গুনধর মেয়ে নারী মাদক ব্যবসায়ী সনি ওরফে সোনিয়ার মাদক বানিজ্য চলছে রমরমা। উক্ত এলাকার অন্যান্য নারী মাদক বিক্রেতারা ২/১ বার পুলিশের গ্রেফতার হলেও সর্বদা অধরা রয়ে যান এ সোনিয়া কাজী।

একাধিক সূত্রে জানা যায়,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও বিশেষ ব্যক্তিদের নিয়মিত মাসোহারা ও ম্যানেজ করেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সনি ওরফে সোনিয়া কাজী। নির্দিষ্ট সেলসম্যান দিয়ে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলে সোনিয়ার এই মাদক বানিজ্য।

স্থানীয়রা জানান,কাজী পরিবারের সকল সদস্যই মাদক ব্যবসায় জড়িত। রিপন কাজীকে পেছনে ফেলে মাদক ব্যবসায় অন্যতম হয়ে দাড়ায় সোনিয়া কাজী। নিজ এলাকা ছেড়ে কাশিপুরে বাসা ভাড়া কওে থাকলেও সোনিয়া প্রতিটি মাদক স্পটগুলো সে নিজেই পরিচালনা করেন। নির্দিষ্ট কিছু সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ টাকা মাদক বিক্রি করাচ্ছেন সোনিয়া কাজী।

তারা আরও বলেন,কয়েকমাস পুর্বে র‌্যাবের একটি টিম সোনিয়ার বাড়িতে অভিযান চালালেও তাকে পায়নি। তার পরিবর্তে তার মা’কে মাদকসহ গ্রেফতার করে নিয়ে আসে র‌্যাব সদস্যরা। তাছাড়া সুযোগ সন্ধানী নারী মাদক ব্যবসায়ী সনি নারী হওয়ায় অনেকটা নির্ভয়েই দেদারসে চালিয়ে যাচ্ছে মাদকের এই রমরমা বানিজ্য।

তারা আরও বলেন,মাদক বিক্রির টাকা সোনিয়া কাজী রঙ্গিন জীবন গড়লেও অন্ধকারে ডুবে যাচ্ছে প্রতিটি পরিবারের ভবিষ্যত কর্নধাররা। সোনিয়া কাজীর মাদকের কড়াল গ্রাসে ধ্বংসের মুখে নিমজ্জিত হচ্ছে প্রতিটি পরিবার। আর মাদক সেবনের টাকা সংগ্রহ করতে গিয়ে চুরি,ছিনতাই ও ডাকাতির করার মত বড় ধরনের অপরাধে জড়াচ্ছে মাদক সেবনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, ফতুল্লার দাপা,রেলষ্টেশনসহ আশপাশ এলাকায় পুলিশের টহল ব্যবস্থা না থাকার ফলে কতিপয় অর্থলোভী পুলিশ সদস্য,সোর্স এবং বিশেষ ব্যক্তিদের শেল্টারে প্রকাশে মাদক বিক্রি করলেও প্রতিবাদ করার মত সাহস কেউ দেখাতে পারেনা। কারন সে সময় প্রতিবাদকারীকে মাদক দিয়ে ধরিয়ে দিয়ে আসামী করার ভীতি প্রদান করা হয়।

এলাকাবাসী জানায়, সানি ওরফে সোনিয়ার এই ধরনের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রশাসনের এমন নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

তারা দ্রুত সোনিয়া কাজীসহ সকল মাদক ব্যবসায়ীদের ফতুল্লা মডেল থানা পুলিশ ও র‌্যাবের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD