বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লা প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের দেওয়া রায়ের মাধ্যমে তার প্রার্থিতা বৈধতা পায়।
এর আগে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকর্তা সালাউদ্দিন খোকা মোল্লার মনোনয়ন বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালত রিটের শুনানি শেষে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন খোকা মোল্লা শুকুর আলহামদুলিল্লাহ্ সকল প্রশংসা মহান রাব্বুল আল-আমিনের । আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই আমার আজকের এই অবস্থানে পৌঁছানের জন্য। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন মরহুম সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। আমরা দেখিয়ে দিতে চাই নারায়ণগঞ্জে নাঙ্গলের বিকল্প নাই।
জাতীয় পার্টির স্থানীয় নেতারা বলেন, আদালতের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।
তারা আরো বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনে সৎ নির্ভীক, সমাজসেবক, শিক্ষা অনুরাগী সালাউদ্দিন খোকা মোল্লার কোন বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এই এলাকার জনসাধারণের ব্যাপক উন্নয়ন করবেন আমরা আশাবাদী।
তারা আশা প্রকাশ করেন, সালাউদ্দিন খোকা মোল্লার নেতৃত্বে নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর নারায়ণগঞ্জ ৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।