সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুরে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
(১৫ সেপ্টেম্বর) বুধবার বিকেলে পাগলা শাহী মহল্লা এলাকায় শতাধিক নারী-পুরুষ কথিত সাংবাদিক মুন্নার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।
এ সময় চাঁদাবাজ মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মিছিলে অংশগ্রহণ করা নারী পুরুষ।
কথিত সাংবাদিক মুন্না মোঃ দুলাল হোসেনের ছেলে। দেলপাড়া নুরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন মুন্না।
এ সময় কথিত সাংবাদিক মুন্নার বিরুদ্ধে ঝাড়ু মিছিল কুতুবপুরের চিতাশাল, মুসলিমপাড়া, নয়ামাটি সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ভুক্তভোগীরা জানান, কথিত সাংবাদিক মুন্না সাংবাদিকতা পেশায় ব্যবহার করে বিভিন্ন মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। কেউ যদি কথিত সাংবাদিক মুন্নাকে তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে উল্টাপাল্টা সংবাদ প্রকাশের হুমকি প্রদান করে।
এমনকি বিভিন্ন স্থানে চাঁদাদাবী করে মারধরের শিকার হয়েছেন চাঁদাবাজ মুন্না। তার রোষানলে পড়ে অনেকেই অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছেন।
তাই কথিত সাংবাদিক মুন্নার হাত থেকে বাঁচতে এলাকার নারী পুরুষ একত্র হয়ে তার এ অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল।