মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আমি সিলেকশন না,ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে কুতুবপুর ৫নংওেয়ার্ডের জনগনের মেম্বার হতে চাই।’ এমনই মন্তব্য করে বর্তমান মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেছেন, গত নির্বাচনে আমি মেম্বার হিসাবে নির্বাচিত হইয়া সবাইকেই বলেছিলাম, আমারে মোল্লা পাম না দিয়া যদি আমারে যদি সঠিক উপদেশ দেন তাইলে ভাল মনে করমু। কেমনে চললে আমি এলাকার উন্নয়নে সঠিক কাজগুলো করতে পারবো সেই পরামর্শই দিয়েন। সেই কারনে এলাকার গুনী ব্যাক্তিদের পরামর্শে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আপনাদের ভোটে বিজয়ী হইয়া ৫ বছর মেম্বারগিরি করছি আবারও মেম্বার হওয়ার জন্যে আপনাদের দোয়া নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করতে মিলাদ মাহফিলের আয়োজ করছি। আপনারা আমার জন্যে দোয়া করবেন। অনেকেই দাওয়াত দিতে পারি নাই সেজন্যেও আমি ক্ষমাপ্রার্থী।
তিনি আরো বলেন, আজকে যেই রাস্তার উপরে বসে আমরা মিলাদ মাহফিলে অংশ নিচ্ছি এই রাস্তা করার জন্যে স্থানীয় বাড়ীর মালিকেরা আমকে অনেক সহযোগিতা করছেন।রাস্তার কিছু কাজ করার সময় আমি এমপি সাহেবকে বলেছি এই রাস্তাটি আমি নিজে করতে চাই,তখন এমপি সাহেব সরাসরি সেই কন্ট্রাক্টার সাহেব রাস্তার পুরো টাকাই আমাকে দিয়ে দিছে। আর যদি কোন এলাকার লোকজনে বলতে পারে যে এ রাস্তাটা হয় নাই। যদি এমন কেউ প্রমান দিতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি সব রাস্তা করছি শুধু মাত্র একটা রাস্তার কাজ বাকী সেটাও রেডি হয়ে গেছে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে।
এভাবেই এমপি শামীম ওসমানের সহযোগিতায় ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।স্থানীয় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথেও আমার সুসম্পর্ক। তিনিও অনেক সহযোগিতা করেন আমাকে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি বলেছি বরিশালের মানুষ আমাকে ভোট দেয় না,তাদের ভোট আমার দরকার নাই। এটা সম্পূর্ন মিথ্যা অপপচার। অথচ বরিশালের লোক আমার সাথে বেশী চলে। এলাকার বরিশালের বয়স্ক এক লোক বলেছেন, ভোট আলাউদ্দিন মেম্বাররে দিমু না তো কারে দিমু? তার জন্যে আমি জুতা পায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যাইতে পারি।
আলাউদ্দিন হাওলাদার বলেছেন,আমি আওয়ামীলীগ কইরা কারো ক্ষতি করি নাই। এ এলাকায় আওয়ামীলীগ-বিএনপির সবদলের ভোট আমি পাইছি। আমার কাছে এখন বরিশাল, ফরিদপুর কিংবা আওয়ামীলীগ-বিএনপি নাই আমরা এখন কুতুবপুরবাসী।
মিলাদে ও দোয়ায় অংশ নেন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এইচএম ইসহাক,ডাঃ আনোয়ার,শরীফবাগ পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,পূর্ব রসুল পুর পঞ্চায়েত কমিটির নুরুল হক,মুসরিমপাড়া মসজিদের সভাপতি ওলু কাকা,মদীনাতুল উমুম মসজিদের সম্পাদক আদালত স্যার,পূর্ব শাহিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলী আরশাদ,হাজী মজিবুর রহমান,,হাফেজ সাইদুর রহমান,নুরুল হক জমাদ্দার,হাজী সেকেন্দার আলী,আবদুল মালেক,ডাঃ সোহাগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।