মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

শামীম ওসমানের উন্নয়নে ভাসছে ফতুল্লা, ১০ মিনিটের বৃষ্টিতে হাঁটুপানি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীনের উন্নয়নে ভাসছে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায়। ১০ মিনিট বৃষ্টি হলেই হাঁটুপানি। এমন উন্নয়ন হয়েছে যে বৃষ্টি হলেই দেখা যায় কৃত্রিম বন্যা। বিশেষ করে পানি নিষ্কাশন সহ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় হাঁটু পানি।

বিভিন্ন ময়লা আবর্জনাযুক্ত পানি দিয়ে যাতায়াত করে শিশু থেকে সব বয়সীর লোকজনের দেখা দিয়েছে নানা রোগ বালাই। এমনকি যানবাহন যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড রেলস্টেশনের রাস্তাটি সব সময় পানিতে ডুবে থাকে। এলাকাবাসী জানান, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনীর পূর্বে অত্র এলাকায় নির্বাচনীর প্রচারনা করার সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান স্বপন ওয়াদা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কাজ হিসেবে অত্র এলাকার কাজ সর্বপ্রথম পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কিন্তু তিনি চেয়ারম্যান হয়েছিলেন ঠিকই তবে কথা আর কাজে ঠিক রাখেননি।

এদিকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মেম্বার প্রার্থী হাসমত কিন্তু ভিজে হয়ে তিনি ও পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা করতে পারেননি। এতে করে এলাকার মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

ফতুল্লা রেজিস্ট্রেশন এলাকার এক বাসিন্দা জানান,  এই আসনের বর্তমান সংসদ সদস্য একে এম শামীম ওসমান সরকারী বিভিন্ন দিবস পালন করার জন্য পার্শ্ববতী এলাকায় আসলে ও এলাকার সমস্যা নিয়ে তার মাথা ঘামানোর সময় নাই বললে চলে। এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ ড্রেনেজ এর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে হাটু সমান পানি জমে যায়।

তবে ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো: লুৎফর রহমান স্বপনও ঐ সকল এলাকায় সরেজমিনে গিয়ে কেন পরিদর্শন করতে তাকে চোখে পড়ার মত দেখা যায়নি বলে অনেকেই মন্তব্য করেন।

স্থানীয় এলাকাবাসী তাদের সমস্যার  কথা তুলে ধরলে সমাধানের আশ্বাস দিয়ে থাকেন মো: লুৎফর রহমান স্বপন। তবে তিনি কিছু সংখ্যক এলাকায় তিনি উন্নয়নমূলক কাজ করলে ও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি বলে ভুক্তভোগী এলাকাবাসীরা জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD