বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২১ অপরাহ্ন

বাবার স্বপ্ন পূরণ করতে স্কুলের জন্য ৪০ শতাংশ জমি দিলেন ছেলেরা

সংবাদ নারায়ণগঞ্জ:- হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের জন্য ৪০ শতাংশ জমি দান পত্র দলিল রেজিষ্ট্রি করা হয়েছে।

(১ নভেম্বর) মঙ্গলবার বিকেলে মৃত হাজী আওলাদ হোসেন মোল্লার ছয ছেলে কয়েক কোটি টাকার মূল্যের জমি স্কুলের নামে দানপত্র রেজিষ্ট্রির মাধ্যমে দাখিল করেন তারা।

জমি দানপত্র দাখিল রেজিস্ট্রেশনের সময় উপস্থিত ছিলেন হাজী আবু নাসের মোল্লা, হাজী আওলাদ হোসেন মোল্লার ছেলে হাজী তোফাজ্জল হোসেন মোল্লা, হাজী আক্তার হোসেন মোল্লা, সালাউদ্দিন খোকা মোল্লা, নজরুল ইসলাম পান্না মোল্লা, সাখাওয়াত হোসেন লিটন মোল্লা এবং সাব-রেজিস্ট্রার প্রতিনিধি ও আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সায়েম।

স্থানীয়রা জানায়, হাজী আওলাদ হোসেন মোল্লার ছেলেরা তার বাবার স্বপ্ন পূরণে ৪০ শতাংশ জমি স্কুলের নামে দানপত্র দাখিল রেজিস্ট্রি করেছে। এতে করে এলাকায় শিক্ষিতর হার যেমন বাড়বে। তেমনি স্কুলটির সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। পাঠদান অনুমোদন সহ স্কুলের নামে এসএসসি পরীক্ষা দেওয়া যাবে।

তারা আরো বলেন, হাজী আওলাদ হোসেন ছিলেন একজন দানবীর। তিনি মসজিদ, মাদ্রাসা এবং হাসপাতালের জন্য জমি দান করে গেছেন। তারই উত্তরসূরী তার ৬ ছেলে বর্তমানে তার বাবার নামে আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের জন্য ৪০ শতাংশ জমি দিয়েছেন। এবং তার বাবার বিভিন্ন প্রতিষ্ঠিত স্কুল, মাদ্রাসা, মসজিদের তার ছেলেরা সঠিকভাবে পরিচালনা করছেন। তাই আমরা এলাকাবাসী তাদের কাছে কৃতজ্ঞ। এলাকায় অনেকেই বিত্তবান রয়েছে কিন্তু তারা কখনো এসব জনসেবামূলক উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে আসেনি। তাই আমরা সকল এলাকাবাসী হাজী আওলাদ হোসেন মোল্লার জন্য দোয়া প্রার্থনা করছি। যেন তিনি জান্নাত পান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD