সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার ডোবা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
(৩১ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শিয়াচর হাজী বাড়ী সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে এলাকার লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, হাজী বাড়ী সংলগ্ন ডোবা থেকে এক নবজাতকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম বলেন, দক্ষিণ শিয়াচরের একটি ডোব থেকে নবজাতক ভ্রুণ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে দু-তিন দিন পূর্বে কেউ ফেলে রেখে গেছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে টক্কারস্থ কবরস্থানে দাফন করা হয়। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।