বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

ফতুল্লায় অটোরিকশার ধাক্কার জেরে চালককে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শাহিন আলম নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

(১৮ মার্চ) শনিবার রাতে ফতুল্লার হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আলহাম ও ওয়ালিদ নামে আরও দুজন আহত হয়েছেন।

নিহত শাহিন হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শাহিন অটোরিকশা চালানোর সময় আশরাফুল নামে এক কিশোরের শরীরে ধাক্কা লাগে। এ সময় আশরাফুল চরথাপ্পড় দিয়ে শাহিনকে গালাগাল করেন। আলহাম, ওয়ালিদসহ কয়েকজনকে নিয়ে আশরাফুলকে ধরতে তার বাড়ির কাছে যান শাহিন। আশরাফুলও দলবল দেখে ছুরি হাতে ধাওয়া করে। এক পর্যায়ে শাহিনের পেটে ছুরিকাঘাত করে আশরাফুল। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে এলে আলহাম ও ওয়ালিদও ছুরিকাহত হন।

আহত ওয়ালিদ বলেন, ‘ছুরিকাঘাতে শাহিনের পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। সেখান থেকে তাকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।’

আহত আলহাম বলেন, ‘আশরাফুলের বয়স ১৪ থেকে ১৫ বছর হবে। সে একই এলাকার আলিম মিয়ার ছেলে। সবসময় নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে। তার কিশোরগ্যাং আছে। এলাকায় মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ চলে আশরাফুলের নেতৃত্বে।’

ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD