মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- মির্জা আব্বাস বলেছেন, জামাতে ইসলামের নাম শুনলে আওয়ামী লীগের গায়ে আগুন জ্বলে, এখন আবার নাকি আপোস করতেছে শুনলাম। এই জামাতে ইসলাম ২০০৭ সালে যখন বললো ‘তত্বাবাধায়ক সরকার এই মুহুর্তে দরকার’, তখন আওয়ামী লীগও তাদের সুরে সুর মিলালো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের কথার সম্মান জানালেন। না হলে আজ পর্যন্ত তিনি ক্ষমতায় টিকে থাকতে পারতেন।
(১৯ মে) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
যদি বিএনপিকে ভালোবাসেন তাহলে আপনাদের মধ্যে ঐক্য গড়ে তুলে, আগামীতে আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করবো নিজেদের বিরুদ্ধে না।
মির্জা আব্বাস বলেন, ‘এই দেশকে রক্ষা করার জন্য এটকা মাত্র কাজ আমাদের সামনে আছে যে, এই সরকারকে আমরা বিদায় করবো। আরে মানুষের পেটে ভাত না থাকলে উন্নয়ন দিয়ে কি হবে। তার পরেও উন্নয়নের দরকার আছে। কিন্তু উন্নয়নের নাম আপনাদের পকেট ভারি করে ফেলবেন সেই উন্নয়ন আমাদের দরকার নাই।
সমাবেশে মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্ত্রজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গ
সংগঠনের নেতৃবৃন্দ।