শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

হত্যা মামলা থেকে জাকির খান বেকসুর খালাস পাওয়ায় পলাশের নেতৃত্বে আনন্দ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার খবরে আদালতপাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন জাকির খানের হাজারো সমর্থক।

জাকির খান  মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন সরদার পলাশের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

এ সময় আনন্দ মিছিলের গুপ্ত ছিলেন ছাত্রদল নেতা আহমেদ সেজান শরীফ, নয়ন সোহেল, সৈকত, কিশাল, তালহা, ফরহাদ, তানজিল, আজিম সহ অনেকে।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতল্লা থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD