শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

ফতুল্লায় চালককে খুন করে ইজিবাইক লুট

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে চালককে খুন করে দুইটি ব্যাটারী চালিত ইজিবাইক লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত.গফুর মিয়ার ছেলে। সে শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন এবং রাতে গ্যারেজের ভিতরেই থাকতেন।

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় সনাক্ত করে বলেন, ৩/৪ দিন যাবত শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এরআগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪জন কন্যা সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানিয়েছেন হারেজ খুন হয়েছে।

গ্যারেজ মিস্ত্রী খোরশেদ জানান, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোন সারাশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত নিথর দেহ।

এরপর গ্যারেজ মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যারপর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD