শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুরে মাদক সম্রাজ্ঞী রানুকে কোন ভাবেই থামাতে পারছেনা পুলিশ। মাদক বেচাঁ কিনা এখন জমজমাট হয়ে উঠেছে শাহীবাজার আহন পট্টি এলাকায়, একদিকে প্রশাসন নিরব অন্যদিকে সোর্স ও কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ী সম্রাজ্ঞী রানু এখন যেনো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।
যেমনি বেড়েছে মাদক বেচাঁ কিনা তেমনি এখন মাদক সেবনকারীও আগের তুলনায় বেড়ে গেছে, সবমিলিয়ে আকন পট্টি এখন মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তনায় পরিণিত হয়েছে। এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে পরেছে, তবে সববেশি তাদের ভয় এতে করে কিনা আবার আমাদের ছেলে সন্তান মাদকের সাথে জড়িয়ে পরে।
এদিকে ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুর জামান থানায় যোগ দেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। কিন্তু কোনোভাবেই পুলিশ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশের এমন হুঁশিয়ারিকে মাদক সম্রাজ্ঞী রানু পাত্তা দিচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত শাহী বাজার আকন পট্টি এলাকায় মানিকের সেল্টারে বুক ফুলিয়ে মাদক ব্যবসা করছে সম্রাজ্ঞী রানু। কিছুতেই মাদক সম্রাজ্ঞী রানুকে থামাতে পারছে না ফতুল্লা মডেল থানা পুলিশ।
গত ২২ মে, ফতুল্লা মডেল থানার এক এসআই কে জনসম্মুখে হুমকি প্রদান করে মাদক সম্্রাজ্ঞী রানু ও মানিক। কি করে এত সাহস পায় একজন মাদক ব্যবসায়ী একজন পুলিশ কর্মকর্তাকে হুমকি প্রদান করে, তাহলে মাদক ব্যবসায়ীদের হাত পুলিশের হাত থেকে লম্বা। এত কিছুর পরেও মাদক সম্রাজ্ঞী রানুকে গ্রেফতার করতে পারছেনা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে যুবলীগ নেতা পরিচয়দানকারী মানিকের সেল্টারে মাদক ব্যবসা করছে মাদক সম্রাজ্ঞী রানু। এমনকি পুলিশের কিছু সোর্স ও পুলিশ সদস্যকে ম্যানেজ করে চালাচ্ছে তার মাদকের সাম্রাজ্য। পুলিশ একাদিক সময় অভিযান চালালেও মাদক সম্রাজ্ঞী রানু রয়ে যায় ধরা ছোয়ার বাহিরে।
এলাকাবাসী আরো জানান, পুলিশ যদি নীরব ভূমিকা পালন না করত তাহলে মাদক সম্রাজ্ঞী রানু এভাবে মাদক ব্যবসা করতে পারত না। কি কারণে পুলিশ এই মাদক সম্রাজ্ঞী রানুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটা আমাদের জানা নেই। দীর্ঘদিন ধরে চলা মাদক সম্্রাজ্ঞী রানুর মাদক ব্যবসা আদৌ কি বন্ধ হবে কিনা সে নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন।
সবমিলিয়ে আকন পট্টি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণিত হয়েছে। তাই এলাকাবাসীর দাবি পুলিশ, ডিবি, র্যাবসহ সকল বাহিনী অভিযান এখন শাহী বাজার আকন পট্টি এলাকায় খুব প্রয়োজন, পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।