মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

কোষাধ্যক্ষ প্রার্থী জাহিদ হাসান বেলালের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে করিমুল হক চৌধুরী

সংবাদ নারায়ণগঞ্জ:-আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের কোষাধ্যক্ষ পদপ্রার্থী করিমুল হক চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

করিমুল হক চৌধুরী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যের ভাই পরিচয় দিয়ে নিজেকে জাহিরের চেষ্টা চালাচ্ছে। এবং ভোটারদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

পাগলা বাজারের ব্যবসায়ীরা জানান, করিমুল হক চৌধুরী প্রথমবারের মতো নির্বাচন করছেন। এরই মধ্যে করিমুল হক চৌধুরী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যের ভাই পরিচয় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এমনকি কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে নিয়েও মিথ্যা প্রচার করছেন।

ব্যবসায়ীরা আরও জানান, গত (২৩ জুলাই) করিমুল হক অভিযোগ করেন কোষাধ্যক্ষ প্রার্থী জাহিদ হাসান বেলাল কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দিয়ে করিমুল হক চৌধুরীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। এ বিষয়টিকে নিয়ে ব্যবসাদার মাঝে আতঙ্ক তৈরি করছেন করিমুল হক চৌধুরী। জাহিদ হাসান বেলাল পরপর দুবার বিশাল ভোটে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধাক্ষ নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করছেন। কিন্তু তার প্রতিনিধিপ্রার্থী করিমুল হক চৌধুরী তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য সহ অপপ্রচার চালাচ্ছেন যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা জাহিদ হোসেন বেলালকে চিনি তিনি এমনটি কখনো করবেন না। কারণ পাগলা বাজার ব্যবসায়ীরা তাকে পছন্দ করেন এবং পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

করিমুল হক চৌধুরীকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ হুমকি দেয়নি এবং নির্বাচন থেকে সরে যেতেও কেউ বলেনি। কিন্তু কে বা কারা আমাকে জড়িয়ে এমন মিথ্যা কথা বলছে তা আমি জানিনা। আমি নির্বাচনে জয় লাভ করার জন্য নির্বাচন করছি না আমি নির্বাচন করছি পরিচিতির জন্য।

কোষাধ্যক্ষ প্রার্থী জাহিদ হাসান বেলালের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমার প্রতি নদীপ্রার্থী আমার মনে হয় তিনি নির্বাচন করতে আসেননি। তিনি নির্বাচন বানচাল করতে এসেছেন। তা না হলে আমাকে ও কুতুবপুর ইউনিয়নের এক নেতাকে জড়িয়ে এমন মিথ্যা অভিযোগ করছে যা আসলে সত্য নয়। আমি এ সমিতির দুইবার সততার সাথে দায়িত্ব পালন করেছি।

এবার নির্বাচনেও আমি অংশগ্রহণ করছি। ব্যবসায়ীরা আমাকে ভালোবেসে এবারও তারা আমাকে নির্বাচিত করবে এমনটাই আশা করি। কিন্তু আমার প্রতিদ্বন্দ প্রার্থীর এমন কর্মকান্ডে আমি হতবাক। আমি তাকে কিছুই বলবো না। আমি জবাব দিব ভোটের মাধ্যমে। তাই ভোটাররা মিথ্যাবাদীর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। তার এমন বক্তব্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD