বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বারৈইভোগ বাজারে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ফতুল্লার বারৈইভোগ বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ফতুল্লার ঘোষেরবাগ এলাকার ফেরদৌস আর খানকার মোড় এলাকার রমু গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছে। তাদের উভয় গ্রুপের মধ্যে প্রায় দুই শতাধিক কিশোর রয়েছে। কয়েকদিন যাবত দুই গ্রুপের মধ্যে এলাকার সীমানা ভাগাভাগি নিয়ে উত্তেজনা চলছে।
গত সোমবার রাতে এনিয়ে দুই গ্রুপের মধ্যে বারৈইভোগ বাজারে ধাওয়া পাল্টাধাওয়া হয়। মঙ্গলবার রাতে আবারো দুই গ্রুপের মধ্যে রামদা, ছুরি নিয়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে রমু গ্রুপের অনিকের (২০) অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।
তবে আহতদের চিকিৎসার জন্য কোথায় নেওয়া হয়েছে স্থানীয়রা তা বলতে পারেননি। সংঘর্ষের সময় বাজারের দোকান ও বাসাবাড়ির দরজা জানালা বন্ধ করে দেয় হামলাকারীরা। তখন অনেক সাধারণ লোকজনদেরও সন্ত্রাসীরা মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের বিষয়ে খোঁজ খবর নেও
য়া হচ্ছে।