বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

যদি আমি ঢাকায় যেতে না পারি তাহলে ডিসি অফিসের সামনে বসে থাকব, তৈমুর আলম খন্দকার

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন,যদি ঢাকা না যেতে পারি, যদি ঘর থেকে বের হতে না দেয় ডিসি অফিসের সামনে বসে থাকবো। অনেকে বলেছেন নারায়ণগঞ্জের সাতটি থানার মিটিং পয়েন্ট হল সাইনবোর্ড। সকলের পছন্দ হলে সাইনবোর্ডেই আমরা মিলিত হবো। কীভাবে ঢাকা যেতে হয় আমরা জানি। আমরা পায়ে হে হেঁটেও ঢাকা গিয়েছি আবার আগের দিনও গিয়েছি। অবস্থা বুঝে আমরা যাবো।

বুধবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের মাসদাইর মজলুম মিলনায়তনে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন,  আমি কখনও বহুরূপী হই নি। বহুরুপী দল করি নি। এখন বাকিটা দলের ইচ্ছা। দল কী করবে তাদের ইচ্ছা।ইহকাল ও পরকালে আমার একমাত্র মালিক আল্লাহ। কর্মীদের সাথে আমার রক্তের সম্পর্ক। আমার কোন চাহিদা নেই। দেশনেত্রী খালেদা জিয়ার ও দেশের মানুষের মুক্তির  জন্য  আসুন সবাই মিলে ১০ ডিসেম্বর মহাসমাবেশ সফল করি।

এ সময় তৈমূর আলম খন্দকার আরও অতীতের সমাবেশে ঢাকার আশেপাশের সব জেলার চেয়ে সবচেয়ে বেশি লোক নিয়ে গিয়েছি আমরা।  আমার বই উদ্বোধনের দিন মহাসচিব নিজে স্বীকার করেছিল ঢাকার সমাবেশে সবচেয়ে বড় মিছিল নিয়ে আসে তৈমূর আলম খন্দকার। এবার আমি বহিস্কৃত তবে তাতে কিছু আসে যায় না। আপনাদের তৈমূরের নেতৃত্বেই ঢাকায় সবচেয়ে বড় মিছিলটি হবে।

তৈমুর আলম খন্দকার আরো বলেন, আমাদের টার্গেট ১০ তারিখের কর্মসূচি সফল করতে হবে। এটা সফল হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে যাবে। তিনি মুক্ত হলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD