বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

সদর, বন্দর, রূপগঞ্জ ও  আড়াইহাজার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১৩ কোটি ৮১ লাখ টাকার চেক হস্তান্তর

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ ও  আড়াইহাজার উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৫৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক দেওয়া হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকা।

সোমবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল এ মামলায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ১৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৭৪ টাকার ক্ষতিপূরণের ৫৮টি চেক বিতরণ করা হয়। যার মধ্যে সদরের ২টি, বন্দরের ৯টি, আড়াইহাজারের ৮ টি ও রূপগঞ্জের ৩৯ টি চেক রয়েছে।

এসময় জেলা প্রশাসক উপস্থিত চেক গ্রহিতা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক পাওয়ার বিষয়ে কোন ধরনের হয়রানি কিংবা অর্থ দিতে হয়েছে কিনা জানতে চান। তখন উপস্থিত সকলে জানান তাদেরকে কেউ হয়রানি করেনি এবং কাউকে কোন অর্থ দিতে হয়নি। পরে জেলা প্রশাসক বলেন যদি কেউ আপনাদের হয়রানি করে কিংবা অর্থ দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD