মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যোগদান মিল্টন সমাদ্দারের সব অপকর্ম তদন্ত করে বের করা হবে, হারুন শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, স্বীকারোক্তিতে রোমহর্ষক বর্ণনা ধর্ষকের অয়ন ওসমানের ছবি ব্যবহার করে কুতুবপুরে রায়হানের অপরাধ জগত ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ধৈর্য এর সাথে প্রত্যেকটি ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে, লিপি ওসমান ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় রায়হান গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মাদরাসাছাত্রের মৃত্যু

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রমিক নেতা পলাশের শ্রদ্ধা

সংবাদ নারায়ণগঞ্জঃ- অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতিআলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ । এসময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
পরে বিভিন্ন গঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন আগে কাউসার আহম্মেদ পলাশ বলেন, আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।

তিনি বলেন, চলতি বছর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করব। মুজিববর্ষ উদযাপন হচ্ছে। তার সাথে একুশে ফেব্রুয়ারি পালন করছি। এটা খুবই আনন্দের।

ভাষা শহীদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক এস,এম হুমায়ন কবির, শাহাদাত হোসেন সেন্টু, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর সাত্তার, আরিফুর রহমান আরিফ, ফারুক আকন, মোবারক হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD