বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় তিন বছরের শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার ২ বন্দরে মিশু ডকইয়ার্ডের শ্রমিক নিহত ফতুল্লায় সৌদি প্রবাসীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও টাকা আত্মসাৎ এর অভিযোগ আ: রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যোগদান মিল্টন সমাদ্দারের সব অপকর্ম তদন্ত করে বের করা হবে, হারুন শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, স্বীকারোক্তিতে রোমহর্ষক বর্ণনা ধর্ষকের অয়ন ওসমানের ছবি ব্যবহার করে কুতুবপুরে রায়হানের অপরাধ জগত ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর পাগলা বাজার ব্যবসায়ী সমিতির মৃত সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ধৈর্য এর সাথে প্রত্যেকটি ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে, লিপি ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, ধৈর্য এর সাথে প্রত্যেকটি ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রতিটি ধাপে ধাপে হাটতে হবে। আমাদের জীবনে এক আসে শয়তানের প্ররোচনা আরেক আসে আল্লাহর পরীক্ষা। তাই আপনাকে ধৈর্য সহকারে হাটতে হবে। আমাদের দুঃসময়ে উছিলা হিসেবে কাজ করে সেটা হতে পারে কোন মানুষ বা আমাদের সরকার শেখ হাসিনা। আপনাদের উচিত এই উছিলাকে সহযোগিতা করার তাহলে দেশের ও নিজের উন্নয়ন করা সম্ভব হবে। শুধু সমালোচনা করে শুধু সমালোচক হওয়া যায় কিন্তু দেশের উন্নয়নের সহযোগি হওয়া যায় না। তাই সরকারকে উন্নয়ন করতে ও মানুষের উপকার করতে পাশে দাঁড়ান।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভিইট অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত এক সভা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনার শেষ বয়সে যখন আপনাকে কেউ দেখবে না, আপনার বিভিন্ন চাহিদা, আপনার সকল সুযোগ সুবিধার জন্য মাননীয় সরকার এই সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। আমাদের বিভিন্ন সময় দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা বা প্রকল্প গ্রহণ করতে হয় কখনো তা ফেইল হয় আবার কখনো তা সাকসেস হয়। সার্বজনীন পেনশন তারমধ্যে একটি। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ভবিষ্যৎ উন্নয়ন থেকে আমরা পিছিয়ে পড়বো। সমাজে যখন একটা ভালো কাজ সরকার করে তখন কিছু মানুষ সমালোচনা করে তা কারা করে যারা সমাজের সবচেয়ে বেশি অলস তারাই। তারাই না শুনে না বুঝে মানুষের ক্ষতি করার জন্য এই সমালোচনা করে।

তিনি বলেন, আমি নাজির ভাই, ফজর আলী ভাই, জাকির ভাইকে ধন্যবাদ জানাবো কারণ সদরে কোন কাজ হলে উনারা আমাকে ডাকেন। ভালো কাজের সাথে থাকতে পারা, ভালো কাজের অংশ হতে পারাও একটা ভাগ্যের ব্যাপার। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা তাদের কাজের মধ্যে প্রথম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে  উপজেলা পরিসংখ্যান অফিসার রিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ নিজাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম,আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD