রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
গত ৫ ফেব্রুয়ারী নৌযান দুর্ঘটনা আহত বালুবাহী বাল্কহেড এম বি প্রগতি পরিবহন এর সুকানীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।(৮ মার্চ) সোমবার ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয় রেজি নং-৪০৪৩ এর কার্যালয়ে আলহাজ কাসার আহম্মেদ পলাশ নির্দেশে চিকিৎসার জন্য এই অনুদান দেওয়া হয়।
এসময় ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জানান, গত ৫ ফেব্রুয়ারী নৌযান দুর্ঘটনা আহত হয়। মুমুর্স অবস্তায় তাকে হাসপালে ভর্তি করানো হয়।কিন্তু বাল্কহেডের মালিক তার শ্রমিকের কোন খোজ নেয়নি। আমাদের কাছে জানালে আমরা সংগঠনের পক্ষ থেকে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের নির্দেশে মালিকের সাথে কথা বলে আহত সুকানীকে বেতন এবং শ্রম আইন অনুযায়ী সকল পাওনা আদায় করে দেই। এসময় উপস্থিত ছিলেন, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিনের নেতারা