শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- স্বামীর পা জড়িয়ে ধরে সংসার রক্ষা করতে পারলেন না তিন সন্তানের জননী হোসনে আরা। এমন একটি ঘটনা ঘটেছে কুতুবপুর ইউনিয়নের পাগলা নয় মাটি মুসলিম পাড়া এলাকায়।
মালয়েশিয়া প্রবাসী নিজাম গাজীর সাথে ২০১৩ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হন হোসনে আরা বেগম। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের এতদিন পর তাদের সংসারের ইতি টানলেন স্বামী নিজাম গাজী।তিন সন্তানের জননী হোসনে আরা পাগলা নয় মাটি মুসলিম পাড়া এলাকা হরমুজ আলীর মেয়ে ও নিজাম গাজী একই এলাকার মিয়া গাজীর ছেলে।
জানা যায়, পরকীয়া প্রেমে জড়িয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে বিয়ে করেছেনেএতই কপাল পুরেছে প্রথম স্ত্রী হোসনে আরার। এতদিনের সংসার জীবন বিচ্ছিন্ন করলেন । এই কারনেই জোরপূর্বক তালাক দিয়েছেন। কোন ভাবেই হোসনে আরা মেনে নিতে পারছেন না। টাকার কাছে হার মানতে হলো তাকে।
এদিকে এলাকাবাসী জানায়, বিয়ে করার আগে নিজাম গাজী কিছুই ছিল না। বিয়ে করার পর থেকে তার ভাগ্য খুলতে থাকে। রাতারাতি হয়ে যান কোটিপতি। কোটিপতি হওয়ার পর থেকেই বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। এলাকাবাসী আরও জানান, প্রথম স্ত্রী হোসনে আরা এই সংসার টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দীর্ঘদিনের এই দাম্পত্য জীবন টাকার কাছে আজ হার মানতে হলো তিন সন্তানের জননী কে।