রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে তার বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন প্রেমিকা। এ ঘটনায় (১ জুলাই) বৃহস্পতিবার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার নদুনেফরা গ্রামের মজিব মিয়ার ছেলে নূর আলম ও কামারহাট গ্রামের আব্দুল হালিম মিস্ত্রির ছেলে মো. রাজু মিয়া। তারা ওই কিশোরীর প্রেমিক নূরে আলমের বন্ধু।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, সে স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করে। নূরে আলমের তার দীর্ঘদিন্র প্রেম। সেই সূত্রে প্রেমিকের সঙ্গে দেখা করতে মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সে ফতুল্লার রামারবাগ এলাকায় তার বাসায় যায়। ওই সময় প্রেমিকের বন্ধু নূর আলম ও রাজু মিয়া তাদের বিয়ে করিয়ে দেওয়ার কথা বলে নূরে আলমকে টাকা আনতে পাঠায়। নূরে আলম তার প্রেমিকাকে বন্ধুদের কাছে রেখে টাকা আনতে যাওয়ার পর ওই দুইজন তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রেমিকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে শিবু মার্কেট বাস স্ট্যান্ডে ফেলে পালিয়ে যায় দুই ধর্ষক।
ফতুল্লা মডেল থানার এসআই সুকান্ত দত্ত জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।