শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে স্কুলব্যাগে করে গাজা পাচারের সময় গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার বিষনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়েৎ গাঁজা পাচারের সময় নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে  র‍্যাব।  ৎর‍্যা্য্যা্যা্য্্যা্য্্যা্্যা

(১৩ জুলাই) মঙ্গলবার দুপুরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় সাড়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরারা হল, জামালপুরের বকশীগঞ্জ থানার মো. দুলাল হোসেন, পটুয়াখালীর গলাচিপা থানার মো. আরিফ, শেরপুরের শ্রীবরদী থানার মো. আলম, মো. শামীম মিয়া, মো. আলম (২), ঝরনা বেগম, সুজেতা খাতুন,  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রোজি বেগম, ময়মনসিংহের ধোবাউড়া থানার হাসি আক্তার।

লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদল হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে স্কুলব্যাগ ও বাজারের ব্যাগে গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD