রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

আড়াইহাজারে কনস্টেবলকে আটক করে পুলিশে দিলো জনতা

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে ইমরান হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় মাসুম নামের আরও একজনকে আটক করা হয়েছে।

কনস্টেবল ইমরান হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কর্মরত। একসময় আড়াইহাজারে কর্মরত ছিলেন। আর মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ানপাড়া গ্রামের নাঈমের ছেলে।

স্থানীয়রা জানান, আটক ইমরান দীর্ঘদিন ধরে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। পুলিশের পোশাক ও হাতকড়া ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতা করতেন তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, কনস্টেবল ইমরান হোসেন ঘটনাস্থলে কী কারণে গিয়েছেন তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছি।

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, সন্দেহজনকভাবে একজন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। জনগণের দাবি, তিনি ওই এলাকায় এসে বিভিন্ন অপকর্ম করছিলেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD