মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা রেলস্টেশন ব্যাংক কলোনি এলাকায় আবারো শীর্ষ মাদক ব্যবসায়ী মোকলেছের জমজমাট হয়ে উঠেছে।
গত (২৬ মে) ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলোনী এলাকায় তার বাড়ির থেকে হিরোইনসহ তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। জেল থেকে বেরিয়ে এসে আবারো বীর দাপটে চালাচ্ছে মাদক ব্যবসা। এদিকে তার মাদকের জোগান দিচ্ছেন শীর্ষ মাদক ব্যবসায়ী হান্ড্রেড বাবু।
মোখলেছ ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলনী এলাকায় বসবাস করেন। এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হান্ড্রেড বাবুর সহযোগী হিসেবে সে পরিচিত।
এলাকাবাসী জানায়, শীর্ষ মাদক ব্যবসায়ী মোকলেস দীর্ঘদিন ধরে পিলকুনি, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে, ব্যাংক কলোনী তার নিজ বাসায় প্রকাশ্যেই মাদক ব্যবসা করে যাচ্ছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকবার গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় আবার মাদক ব্যবসা শুরু করেছে। এতে করে এলাকায় যেমন বেড়েছে মাদক ব্যবসায়ীর আনাগোনা তেমনি বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি মতো ঘটনা। মাদক ব্যবসায়ী মুখলেস মূলত মাদক সম্রাট হান্ড্রেড বাবুর সহযোগী।
উল্লেখ্য, (গত ২৬ মে) ফতুল্লা মডেল থানার এসআই আশিক ইমরান গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলনী এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করে মাদক মামলায় আদালতে প্রেরণ করে।