শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আগামী (১৯ আগস্ট) পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। এ উপলক্ষে কোষাধক্ষ্য প্রার্থী জাহিদ হাসান বেলালের হরিণ মার্কার জমকালো শোডাউন।
(১৭ আগস্ট) বুধবার দুপুরে পাগলা বাজার এলাকায় জাহিদ হাসান বেলাল হরিণ মার্কা নিয়ে এ জমকালো শোডাউন দেন।
জাহিদ হাসান বেলালের সমর্থনে পাগলা বাজারের শত শত ব্যবসায়ীরা হরিণ হাতে নিয়ে এ শোডাউনে অংশগ্রহণ করেন।
এ সময় পাগলা বাজার ব্যবসায়ীরা বলেন, আমাদের প্রয়োজন আমরা আজ হরিণ মার্কার সমর্থনে মিছিল করছি। কারণ জাহিদ আছেন বেলাল একজন সৎ ব্যক্তি। তিনি গত দুবারে নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে সমিতির উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। তাই এবারও আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে আমাদের পাশে রাখবো।
মিছিল শেষে শেষে জাহিদ হাসান বেলাল বলেন, ব্যবসায়ীরা আমাকে ভালবাসে। আজ তারিখ প্রমাণ দিলেন ব্যবসায়ীরা। নিজ ইচ্ছেই আমার শোডাউনে এসে যোগ দিয়েছেন। কারণ গত দু’বার নির্বাচিত হয়ে পাগলা বাজার ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। এবারও আমি পাগলা বাজার ব্যবসায়ীদের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করছি আমার মার্কা হরিণ। গত দুবারের মতো এবারও ব্যবসায়ীরা আমাকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে এটাই প্রত্যাশা করছি।