শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে তিন রাস্তার মোড়, রেললাইন, সো মিলের রোড স্পটে অবাধে চলছে মাদক কারবার। প্রতিটি স্পটে মাদক বেচাকেনায় জড়িত অন্তত ১০/১৫ জন। এই হিসাবে আলীগঞ্জে স্পটে রয়েছে অন্তত ৫/৬টি ।
সম্প্রতি আলীগঞ্জ এলাকায় আগের তুলনায় এখন মাদকের বিচরণ সবচেয়ে বেশি। আর এই স্পট গুলো পরিচালনা করছে পুলিশের কথিত সোর্স মাদক সম্রাট আইনুল হক অরূপে আইনু।
এ সকল সেলসম্যানদের কাছে সহজে মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, দেশি-বিদেশি মদ ও বিয়ার। এই মাদক সম্রাট আইনু পেছনে আছেন কিছু অসাধু পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতা। এদিকে আলীগঞ্জে মাদক কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না মাদক সম্রাট আয়নাল হক আইনুকে।
এ পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষ রীতিমতো অসহায়। অনুসন্ধানে মিলেছে এসব তথ্য।
আলীগঞ্জ এলাকার বাসিন্দা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদ নারায়ণগঞ্জ,কমকে বলেন, ‘প্রতিদিন এলাকায় ভিড় জমায় শত শত মাদক সেবীদের। কোথাও মাদকদ্রব্য না পাওয়া গেলে আলীগঞ্জে আসলেই মিলে যায় মাদকদ্রব্য।
আবার অনেকে এখানে বসেই নেশা করে। একবার প্রতিবাদ করে জীবননাশের হুমকি পেয়েছি। এখন আর ভয়ে কিছু বলি না। দেখে সহ্যও করা যায় না।’
পুরো আলীগঞ্জে বেশির ভাগ স্পটে পাইকারি মাদক সরবরাহ করে পুলিশের কথিত সোর্স মাদকের ডিলার মাদক সম্রাট আইনু। মাদক সম্রাট আইনু বিভিন্ন স্থান থেকে পাইকারি মাদক সরবরাহ করে তার স্ত্রী ও তার বোনজমের মাধ্যমে।
কিছুদিন পূর্বে এক মাদক ব্যবসায়ীকে ৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি পুলিশ। সেই মাদক ব্যবসায়ী তার কথা বলেও রহস্যজনক কারণে টাকার বিনিময়ে ছুটে আসে এই মাদকের ডিলার মাদক সম্রাট আইনু।
এলাকাবাসী জানায়, বর্তমানে পুরো আলীগঞ্জ ভাসছে মাদকের জোয়ারে। এখনই এই মাদক ব্যবসায়ীদের থামানো না গেলে এই এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত বুক ফুলিয়ে ই চালিয়ে যাচ্ছে মাদক সম্রাট আইনু তার মাদকের কার্যক্রম। তাই এই মাদক ব্যবসায়ীর হাত থেকে আলীগঞ্জ গ্রামকে রক্ষা করতে অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।