রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুলার আলীগঞ্জের শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী সল্টু রাসেল গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে মাদক সম্রাট আয়নাল হক অরুফে আইনু ও কবির।
গত (২৭ ডিসেম্বর) মঙ্গলবার আলীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সম্রাট আইনুর সেলসম্যান হীরা ও
শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী সল্টু রাসেলসহ চার জনকে গ্রেফতার করে। কিন্তু মাদক সম্রাট আয়নাল হক অরুফে আইনু রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে।
এদিকে পুরো আলীগঞ্জ সহ আশেপাশ এলাকায় মাদকের নিয়ন্ত্রণ করছে পুলিশের কথিত সোর্স মাদক সম্রাট আইনু। ঘরে বসে থেকেই পরিচালনা করছে মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট। পুলিশের সোর্স পরিচয় দেওয়ায় অনেকেই ভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এতে করে দিন দিন গড়ে তুলেছে মাদকের বিশাল সাম্রাজ্য। গত (২৬ ডিসেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সম্রাট আইনুর সেলসম্যান হীরাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের সাজা দেওয়া হয়। কিন্তু এলাকাবাসীর দাবি যারা মাদকের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তাদেরকে আইনের আওতায় আনা হলে আলীগঞ্জ এলাকাসহ আশপাশ এলাকা মাদক নিয়ন্ত্রণ হবে।
অপরদিকে মাদক ব্যবসায়ী কবির নতুন করে শুরু করেছে আলীগঞ্জে মাদক ব্যবসা। কিছুদিন মাদক ব্যবসা বন্ধ রেখে এলাকার বাহিরে অবস্থান করে আবার এলাকায় এসে পুনরায় শুরু করেছে মাদক ব্যবসা। এলাকাবাসীর দাবি এই সকল মধ্য ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হলে এলাকায় মাদক ব্যবসা নির্মূল হবে।