রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বারের যোগদান কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভায় মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বার যোগদান আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বোরকা পড়ে পালিয়েছে শামীম ওসমান, গিয়াস উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য ফতুল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মনিরুল ইসলাম হত্যা মামলায় ভাই-বোন আসামী

ফতুল্লায় বন্ধুকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের চানমারী এলাকায় মানিক (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে খুন করেছে তারই বন্ধু।

(২৪ জুলাই) সোমবার রাতে চানমারী এলাকার দাউদ মিয়ার ছেলে শরিফের রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত মানিক ফতুল্লার গাবতলী এলাকার আব্দুল সামাদের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম (২৬) বাদী ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৬-৭ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।

মামলার আসামীরা হলো দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০) ও জুয়েল (২০) সহ অজ্ঞাত নামা আরো ৬-৭ জন।

মামলায় উল্লেখ করা হয়, নিহত মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক একজন রড-সিমেন্ট ব্যবসায়ী। হক বাজার এলাকা তার একটি রড- সিমেন্টের দোকান রয়েছে। অভিযুক্তদের সাথে নানা বিষয়ে পূর্ব শত্রুতা চলে আসছিলো।

সোমবার রাত আটটার দিকে নিহত মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক তার তিন বন্ধু সৌরভ, রুবেল ও রাশেদ বাবু কে নিয়ে চানমারী সেকশন বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

পৌনে নয়টার দিকে চানমারী মাউরাপট্রি দোতলা গার্মেন্টস সংলগ্ন দাউদ- শরীফের গ্যারজের সামনে পৌছামাত্র বাদীর স্বামী কে কৌশলে শরীফ গ্যারেজের ভিতর নিয়ে যায়। সেখানে নিয়ে

অভিযুক্ত আসামীরা বাদীর স্বামীকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে।

এ সময় গ্যারেজের ভিতর ডুকে কোপানোর দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে তার অপর দুই বন্ধু রুবেল ও রাশেদ বাবু নিহতকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময় আসামীরা বাবুকে ও রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে।একই সঙ্গে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD