রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকায় জসীম উদ্দীন ও মীর হোসেন মিরু

সংবাদ নারায়ণগঞ্জ:- মে‌ট্রো‌রেলে বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, কম‌বে যানজট’ এই স্লোগান‌ বাস্তবায়‌নের মধ্য দি‌য়ে পূর্ণতা পে‌লে রাজধানীবা‌সীর বহুল প্রতী‌ক্ষিত স্ব‌প্নের মেট্রোরেল। রোববার থে‌কে পু‌রোদ‌মে রাজধানীর বু‌কে ডানা মে‌লে ঘুরে বেড়া‌বে এই মে‌ট্রো‌রেল। এখন থেকে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা বেঁচে যাবে।

(৪ নভেম্বর) শনিবার দুপুরে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উদ্বোধনী অনুষ্ঠানের হাজারো নাটক কর্মী নিয়ে ঢাকায় যোগ দেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন ও কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD