বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

ফতুল্লায় বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা থেকে ২টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

(৬ নভেম্বর) সোমবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম।

এর আগে রোববার (৫ নভেম্বর) রাত রবিনকে ফতুল্লার নুরবাগ ও ডালিমকে ভুইগড় থেকে গ্রেপ্তার করা তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খালিদ হাসান রবিন (৩৪), ফতুল্লার কুতুব পুর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে ও  মোঃ ডালিম (২৮), জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে  রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, খালিদ হাসান রবিনকে আটক করে তল্লাশিকালে তার কোমরের পিছন থেকে ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি ৭.৬২ বোরের বিদেশী পিস্তল ও পকেট থেকে ৩২ রিভালবারের ২ রাউন্ড একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য ও সহায়তায় ফতুল্লার ভূইঘর গ্রামের সোনালী সংসদ খেলার মাঠের সামনে চাষাড়া সাইনবোর্ড গামী পাকা রাস্তার উপর হতে মোঃ ডালিমকে আটকের পর তার নিকট হতে ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগজিন, ২ রাউন্ড ৩২ বোরের রিভালবারের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের ৩ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ৬টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি মামলা এবং মোঃ ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD