বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় এক নারী (২০) গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ করেছেন তার সহকর্মীরা।

(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত অপর একজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, ফতুল্লার গাবতলী টাগাড়পাড় এলাকার মো. মিঠু (৩০), মো. বাপ্পী (৩৫) ও অজ্ঞাত আরো একজন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী চার মাস ধরে গাবতলী টাগারপাড়স্থ আরএন গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে কাজ করে আসছিলেন। গত ১৭ ডিসেম্বর দুপুরে খাবারের জন্য বাসায় দিকে রওনা হন তরুণী। পথে অভিযুক্ত আসামিরা তাকে জরুরি কথা আছে বলে লালপুরস্থ মহসীন মিয়ার জেএম প্যাকেজিং নামক একটি কার্টুন কারখানার ভেতরে নিয়ে যান এবং তাকে ভয় দেখিয়ে চুপ থাকার কথা বলেন।

আসামিরা কারখানার লোকজনকে বলেন উনি তোমাদের ভাবি। পরে কারখানার ভেতরে একটি রুমে নিয়ে যান। সেখানে অভিযুক্ত মো. মিঠু তাকে ধর্ষণ করেন। এ সময় অভিযুক্ত বাপ্পি এবং অজ্ঞাত অপর এক যুবক দরজার বাইরে পাহারা দেন। পরে তাকে ছেড়ে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করেন।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD