রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মোবাইল চার্জার চুরির অপবাদ দিয়ে নারী শ্রমিককে কুপ্রস্তাব। রাজি না হওয়ায় নারী শ্রমিককে পুলিশে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে কে এস এস এমব্রয়ডারি ট্রেড এর মালিক সালামের বিরুদ্ধে।
এ ঘটনায় (১ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী সুমি (ছদ্মনাম) মা মোসা: শাহনাজ বেগম বাদী হয়ে কে,এস,এস এমব্রয়ডারি ট্রেড এর মালিক সালামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত (২২ জানুয়ারি) দুপুরে শিহাচর ফকির চাঁন মসজিদ সংলগ্ন কে,এস,এস এমব্রয়ডারি ট্রেড এর ভিতরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার শিহাচর ফকির চাঁন মসজিদ সংলগ্ন সড়কের পাশে অবস্থিত কে,এস,এস এমব্রয়ডারি ট্রেডে সুতা কাটা হিসেবে কয়েক মাস আগে কাজ নেন শাহনাজ বেগম ও তার ১৫ বছরের মেয়ে সুমি (ছদ্মনাম)। ২২ জানুয়ারি প্রতিদিনের ন্যায় কাজে যান তারা। দুপুরে খাবারের সময় ফ্যাক্টরিতে কেউ না থাকার সুযোগে সালাম কুপ্রস্তাব দেয়। এ সময় সে সালামের কুপ্রস্তাব রাজি না হলে পুলিশের দেওয়ার ভয়-ভীতি দেখায়। এক পর্যায়ে সালামের পায়ে ধরে চিৎকার করতে থাকে ঐ নারী শ্রমিক। এ সময় ফ্যাক্টরি লোকজন চলে আসলে চুরির অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে জানতে সালামের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, আমার বিরুদ্ধে থানায় যে অভিযোগটি করেছে সম্পূর্ণ মিথ্যা, আমি তাকে কোন কুপ্রস্তাব দেইনি। পা ধরে বসে বসে থাকার বিষয় জানতে চাইলে সালাম বলেন, আমার পা ধরে বসেছিল এটা সত্য। কিন্তু অন্য একটি ঘটনার কারণে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতলা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।