রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দীর্ঘদিন পর কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরুর প্রচেষ্টায় পাগলা রেলস্টেশন থেকে বৌবাজার পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
(৩০ নভেম্বর) সোমবার সকালে এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এতে খুশিতে আত্মহারা ওই এলাকাবাসী।
এসময় মীরু বলেন, দীর্ঘদিন ধরে পাগলা রেলস্টেশন থেকে বউবাজার পর্যন্ত রাস্তাটি বন্ধ হয়ে ছিল। এতে এলাকার শিশুদের স্কুল-কলেজে যাতায়াত ব্যবসা-বাণিজ্য পরিচালনায় এলাকাবাসী ভোগান্তির শিকার হতো। সেখানে যানবাহন চলাচলে এবং সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হতো।
এলাকার অনেকেই আমার কাছে এসেছে আমি তাদেরকে বলেছি একটু ধৈর্য ধরেন।
পরেই বিষয়টি নিয়ে আমি জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের কাছে যাই তিনি আমাক বলেছেন এই রাস্তাটি তিনি যেভাবে হোক এলাকা বাসীর জন্য করে দিব। অবশেষে পাগলা রেলস্টেশন থেকে বউবাজার পর্যন্ত ৫ ফুটের রাস্তা ১৫ ফিট করে দিয়েছেন। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান কে শুভেচ্ছা জানাই।
উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রোকন উদ্দিন রোকন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।