মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁ থানা বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা বি এন পির সদস্য সোনারগাঁ থানা বি এন পির সাধারন সম্পাদক দাবিদার হাজী সেলিম হকের উদ্যেগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয় ।
উক্ত মিলাদে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং জনাব তারেক রহমানের সু-সাস্থ্যের জন্যও দোয়া করা হয় ।
উক্ত দোয়া মিলাদে হাজী সেলিম বলেন – বাংলাদেশে রাজনীতির কালো অধ্যায় ১/১১ এর সময় পরিকল্পিতভাবে জিয়া পরিবারের সদস্যদের উপর যে নির্মম নির্যাতন চলেছে সেই নির্যাতনের প্রতিফলন এই মৃত্যু যা ইতিহাসের এক হত্যাকাণ্ড হিসেবে আমি মনে করি আল্লাহ্ জন্ম মৃত্যুর মালিক আমি পূর্ণ বিশ্বাস করি কিন্তু হত্যাকারীদের চক্রান্ত ছিলো জিয়া পরিবারকে একে মুছে ফেলা যা জনগণের ভালোবাসার কারণে তারা পারেনি ।ইনসাআল্লাহ আমরা জিয়া পরিবারকে নেতৃত্ব মেনে সামনের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবো ।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন – কাচপুর ইউনিয়ন বি এন পির সহসভাপতি পীর মোহাম্মদ পীরু,সহ সাধারণ সম্পাদক ফজল হোসেন,জয়নাল মিয়া সোনারগা থানা কমিটির যুবদলের সদস্য আলমাছ,আমজাদ,মতি ।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন, ইকবাল ,রাজন,বাসার।সোনারগাঁ থানা মৎসজীবীদলের সহসভাপতি ইউনুস,যুগ্ম সম্পাদক আবু বকর । সোনারগাঁ থানা যুবদলের মাহবুব, মতিন,হালিম,সাইদুর,খোরশেদ,আয়নাল ।সোনারগা থানা ছাত্রদলের সাইফুল,অনিক,মোমিন, আলিফ,রাসেল,হিমেল এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ।