বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন

মায়েরা সচেতন হলে সন্তান কখনোই বিপদগামী হবেনা-শাহ নিজাম,

সংবাদ নারায়ণগঞ্জঃ- শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো রোকসানা হক মানব কল্যাণ স্মৃতি সংসদ।
সোমবার ২৭ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডস্থ সিসিলি কমিউনিটি সেন্টারে দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের সার্বিক তত্বাবধানে রোকসানা হক মানব কল্যাণ স্মৃতি সংসদ এর শুভ উদ্বোধন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোকসানা হক মানব কল্যাণ স্মৃতি সংসদের মহাসচিব ও দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম।

প্রধান অতিথির বক্তব্যে শাহ নিজাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এদেশকে একশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু বেচে থাকলে দেশ আজ অনেক দুর এগিয়ে যেতো। বঙ্গবন্ধু বেচে থাকলে দেশ আজ মালয়েশিয়া ও সিংগাপুরকেও ছাড়িয়ে যেতো। তিনি তার বক্তব্যে আরো বলেন, সমাজে ভাল মানুষের কদর বৃদ্ধি করতে হবে। ভালকে ভাল আর মন্দকে মন্দ বলতে না পারলে এ সমাজ কখনোই সুন্দর হবে না।সন্ত্রাস, চাদাবাজ, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাল্যবিয়ে ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, সন্তানের সুরক্ষায় মায়েদের ভুমিকা অপরিসীম। মায়েরা সচেতন হলে সন্তান কখনোই বিপদগামী হবেনা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার ও রোকসানা হক মানব কল্যাণ স্মৃতি সংসদ এর চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী,কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোঃ রোকন উদ্দিন রোকন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি , ইউপি সচিব মোঃ আবু হানিফা,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, আফির উদ্দিন স্মৃতি বৃত্তি পরিষদের সভাপতি মোঃ সেলিম মিয়া সরদার,পশ্চিম দেলপাড়া খালপাড় জামে মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী হাজী মোঃ শহিদুল্লাহ, শিল্পপতি এডভোকেট মোঃ বুলবুল আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে ৩৫ জন প্রতিযোগীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করার পাশাপাশি সকল বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে স্বান্তনা পুরস্কার হিসেবে সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রোকসানা হক মানব কল্যাণ স্মৃতি সংসদ এর ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান শাওন, যুগ্ন সচিব কাকলি আক্তার, দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের সেক্রেটারি ফছিহুল আলম, কোষাধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম প্রধান, প্রধান শিক্ষক আফরোজা আক্তার, ডিজিটাল সাইন বাজারের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD