রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

ভাঙা লিপস্টিক জোড়া লাগানোর দারুণ টিপস

সংবাদ নারায়ণগঞ্জঃ- ঠোঁট রাঙাতে লিপস্টিকের জুড়ি নেই। নারীরা তাদের নিত্যদিনের সাজে লিপস্টিক ছাড়া চিন্তাই করতে পারেন না। তবে সখের লিপস্টিকটি যদি ঠোঁটে দিতে গিয়ে হঠাৎ ভেঙে যায় তাহলেই ঘটে বিপত্তি। ভাঙা লিপস্টিক দেখে মন খুবই খারাপ হয়ে যায়।

তবে আজ থেকে আর মন খারাপ হবে না। কারণ আজ আপনাদের জন্য থাকছে এমন একটি সহজ কৌশল যা অনুসরণে আপনি ভাঙা লিপস্টিক নিমিষেই জোড়া দিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

 

প্রথমে লিপস্টিকের ভাঙা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন। অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান আগুনে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে।Orion

>> এবার গলানো অংশটি মূল লিপস্টিক অংশের ওপর লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। পরে টুথপিক কিংবা কোনো কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। তবে সাবধানে কাজটি করতে হবে। কেননা পুনরায় ভেঙে যেতে পারে। সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।

ব্যস, আপনার ভাঙা লিপস্টিক ঠিক হয়ে গেলো। এখন থেকে ভাঙা লিপস্টিক আর ফেলে দেয়ার প্রয়োজন হবে না। এই কৌশলে ভাঙা লিপস্টিক জোড়া দিয়ে আবারো নতুনের মতো ব্যবহার করুন।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD