শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১০ অপরাহ্ন

পুলিশের ওপর হকারদের হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জে পুলিশের ওপর হকারদের হামলার ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

বুধবার সকালে সদর মডেল থানার এসআই নুরুজ্জামান মামলাটি করেছেন। এর আগে, মঙ্গলবার ঘটনার সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার তিনজনের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি, ২১টি ইটের টুকরো, ১১টি কাঠের ডাসা, ২টি লোহার রড উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবারের ঘটনায় বাদী এসআই নুরুজ্জামানসহ ওসি শাহ জামান, এসআই মো. রুবেল, এএসআই শিশির আহম্মেদ হামলাকারীদের আঘাতে জখমপ্রাপ্ত হয়েছেন।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসার দাবিতে আন্দোলন করে হকাররা। তাদের উচ্ছেদ করতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। ওই সময় হকাররা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, বাস, প্রাইভেটকার, অটোরিকশা ভাঙচুর করে। ওই ঘটনায় ওসি শাহ জামান, এসআই নুরুজ্জামান, এসআই মো. রুবেল, এএসআই শিশির আহম্মেদসহ ৯ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD