বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দেশের ছয় জেলায় আঘাত হেনেছে চলতি বছরের প্রথম কালবৈশাখী। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২০-৩০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে গেছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ছিল ধুলার ঝড়। এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি জানান, প্রথমে সাভারে আঘাত হানে কালবৈশাখী। এরপর এটি ঢাকায় পৌঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো হয়ে আসে। ঝড়ো বাতাসে চারদিক ঢেকে যায় ধুলার চাদরে।