মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির আলীগঞ্জ শাখার নব কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
(২০শে মার্চ) শনিবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকার বড় মসজিদ সংলগ্ন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি (রেজি নং- বি১৮৬৭) আলীগঞ্জ শাখার সভাপতি হাজী মোঃ আব্দুল রশিদ এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি ও বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, আলীগঞ্জ শাখার সহ-সভাপতি হাজী মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্বাস উদ্দিন, সহ-সাধারন সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সেন্টু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিক্কা, প্রচার সম্পাদক মফিজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য, আব্দুল হক ও আক্তার হোসেন প্রমুখ।