মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (২৬ মার্চ) শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন তিনি।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুইদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে তাকে বহনকারী একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে ১০ টা ৫৮ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান থেকে নামেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এরপর ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দুই দেশের প্রধানমন্ত্রী জাতীয় সঙ্গীত শোনেন। পরে তিন বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে গার্ড অব অনার এবং লালগালিচার সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিউগল বাজানো হয়।
সফর সূচি অনুযায়ী সাভার স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রদর্শন করবেন মোদি। বিকেলে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বক্তব্য দেবেন। বিদেশি শীর্ষ নেতাদের সাধারণত ঢাকার বাইরে যাওয়ার প্রচলন না থাকলেও মোদি সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করবেন।
মোদি সাতক্ষীরায় যশোরেশ্বরি কালি মন্দির পরিদর্শন করবেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করবেন। সেখানে প্রধানমন্ত্রী হাসিনা মোদিকে অভ্যর্থনা জানাবেন। নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওরাকান্দি পরিদর্শন করবেন এবং ওই সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথাও বলবেন।
এই সফরে ২৭ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। কয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি কয়েকটি উদ্যোগের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে মেহেরপুরে স্বাধীনতা সড়ক, স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের সম্মানে আশুগঞ্জে স্মৃতিসৌধ, কুষ্টিয়ায় কুঠিবাড়ি সংস্কার, একাধিক বর্ডার হাট, বঙ্গবন্ধুর ওপর স্ট্যাম্প ও নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন উদ্বোধন। এই সফরে দুর্যোগ ব্যবস্থাপনা, স্টাফ কলেজ ও ন্যাশনাল ক্যাডেট কোরের মধ্যে সমঝোতা স্মারক ও দুটি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে।