মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব ও আসন্ন ঈদ-উল ফিতর’ ২১ উপলক্ষে শিল্পাঞ্চলে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সাথে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ মে) সোমবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ সাবজোন -৩ কাঁচপুর ক্যাম্পে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সরওয়ার সোহেল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া,
আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ সহ বিজিএমইএ, বিটিএমএ কর্মকর্তাবৃন্দ ও মালিক প্রতিনিধিগণ।