সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার লিংক রোডে ইজিবাইক থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ইজি বাইক অটো মালিক-শ্রমিক শ্রমজীবী সমিতি লিঃ এর সভাপতি মোঃ অহিদের বিরুদ্ধে।
এ ঘটনায় মোঃ বাবুল হাসেম ফতুল্লা মডেল থানায় মোঃ অহিদ, প্রমিত, মোঃ নাজমুল, মোঃ রাজিব, মোঃ শাহীনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ থেকে জানা যায়, চাঁদাবাজ অহিদ ও তার সহযোগীরা সাইনবোর্ড হইতে চাষাড়া পর্যন্ত চলাচল রত অটোরিকশা-ইজিবাইকে স্টিকার লাগিয়ে ২২০০ টাকা চাঁদা দাবি করছে। আমরা এর কারণ জানতে চাইলে চাঁদাবাজ অহিদ বলেন পুলিশের এসপি ,ওসি, টিআই দিতে টাকা হয়। আর এই কারনেই রাস্তায় ইজি বাইক চালাতে পারো।
আর যাদের গাড়িতে স্টিকার থাকবে তাদেরকে পুলিশ ধরবে না।
আপনারা যদি ইজিবাইকে স্টিকার না লাগান তাহলে রাস্তায় তারা গাড়ি চালাতে পারবেন না। এমনকি স্টিকার ছাড়া ইজি বাইক গুলো ট্রাফিক পুলিশ দিয়ে আটক করে রাখা হয়। দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজদের অত্যাচার মুখ বুজে সহ্য করতে হচ্ছে। তাই আমরা পুলিশ সুপার, জেলা প্রশাসক, ফতুল্লা মডেল থানার ওসি বরাবর দরখাস্ত দিয়েছি এই চাঁদাবাজদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আবুল হাসেন বলেন, এই চাঁদাবাজরা প্রতিনিয়তই আমাদেরকে জিম্মি করে বিভিন্ন কৌশলে’ চাঁদা আদায় করছে। আমরা এই চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে রয়েছি। পুলিশ তেমন কোনো ভূমিকা পালন করছে না এই চাঁদাবাজদের বিরুদ্ধে। যদি পুলিশের ভূমিকা থাকতো তাহলে চাঁদাবাজরা কখনো আমাদেরকে জিম্মি করতে পারত না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই চাঁদাবাজের হাত থেকে আমাদেরকে মুক্ত করুন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হতেল মডেল থানার এসআই ইমানুর হোসেন জানান সাইনবোর্ড এলাকায় ইজিবাইক চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।